তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার সরকারি বাংলো থেকে টাকা উদ্ধার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না৷ প্রয়োজনে তিনি FIR করার নির্দেশ দিতে পারেন। এমনকী, প্রধান বিচারপতি বিষয়টি পাঠাতে পারেন সংসদেও। ইন হাউস তদন্ত শেষ হওয়ার পরে এ নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে। টাকা উদ্ধারের ঘটনায় সুপ্রিম কোর্ট ইন-হাউস তদন্ত কমিটি গড়েছে। আইনজীবী ম্যাথুজ নেদুমপারার দায়ের করা মামলা খারিজ করে এই কথা জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ। বিচারপতি বর্মার বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি জানিয়ে শীর্ষ আদালতে মামলা করেছিলেন ওই আইনজীবী। সেই মামলার শুনানিতে এই কথা জানিয়েছে বিচারপতি অভয় এস ওকা-র ডিভিশন বেঞ্চ। ত ১৪ মার্চ, হোলির রাতে বিচারপতি বর্মার দিল্লির সরকারি বাংলোয় আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে কয়েক কোটি নগদ টাকা বাংলোর স্টোর রুম থেকে উদ্ধার করেন দমকলের কর্মীরা। ওই ঘটনায় তীব্র শোরগোল পড়েছে দেশে। বিচারপতি বর্মার বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন সুপ্রিম কোর্টের আদালতেরই আইনজীবী ম্যাথুজ নেদুমপারা। তিনি মামলার আবেদনে প্রশ্ন তোলেন, ঘটনার পর এতদিন কেটে গেলেও কেন বিচারপতি বর্মার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়নি। কেনই বা টাকা উদ্ধারের ঘটনায় এখনও FIR দায়ের হয়নি।
