জেলা

কয়লা পাচার তদন্তে ফের ইসিএল এবং সিআইএসএফ কর্তার বাড়িতে সিবিআই হানা

কয়লা পাচারকাণ্ডে আসানসোলে ইসিএল কর্তা জিএম অভিজিত্‍ মল্লিকের বাড়িতে এবং ফারাক্কায় সিআইএসএফ কর্তার বাড়িতেও হানা দিল সিবিআই। কয়লা পাচারকাণ্ডের তদন্ত শুরুর সময় থেকেই তদন্তকারীরা জানতে পারেন, ইসিএল কর্তা এবং সিআইএসএফ জওয়ানদের একাংশের যোগসাজশেই কয়লা পাচারের সাম্রাজ্য তৈরি হয়। অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা তাদের সহযোগিতাতেই নিজের সাম্রাজ্য তৈরি করে। কয়েকজন আধিকারিকের নামে এফআইআরও হয়। বৃহস্পতিবার আসানসোলে ও অন্যদিকে ফারাক্কায় সিআইএসএফ কর্তা ও ইসিএল কর্তার বাড়িতে হানা দেয় সিবিআই। সূত্রের খবর, তাঁদের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। এর আগেও ইসিএলের একাধিক শীর্ষ কর্তার বাড়িতে এই হানাদারি চলেছে।