দেশ

ফের বাধা রাম মন্দির নির্মাণে, মন্দিরের ভর ধরে রাখার ক্ষমতা নেই নির্মীয়মাণ কাঠামোর

ফের বাধা অযোধ্যায় রাম মন্দির নির্মাণে । এবার কোনও আইনি জটীলতা বা কারও বিরোধীতা নয়। নির্মাণগত বাধার জন্যই এই ব্যাঘাত। রাম জন্মভূমির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, “মাটি পরীক্ষার পর দেখা গেছে, মন্দিরের ভর ধরে রাখার ক্ষমতা নেই নির্মীয়মাণ কাঠামোর।” বিকল্প পথ খুঁজছে ইঞ্জিনিয়াররা। রাম মন্দিরের প্রস্তাবিত গর্ভগৃহের পশ্চিম দিকে সরযূ নদী বয়ে গেছে। যেখানে মন্দিরের পিলারগুলি বসানো হয়েছে, তার পাশেই রয়েছে নদীর পাশের বেলেমাটি। তাই স্বাভাবিকভাবেই সেখানের মাটি আলগা। ওই জায়গায় বেশ কয়েকটি পিলার পরীক্ষামূলভাবে মাটি থেকে ১২৫ ফুট নীচে বাসনো হয়েছিল। আর এই পিলারগুলির ওপর ৭০০টন ভর চাপিয়ে পরীক্ষা করা হয়। আশতীত ফলাফল পাওয়া যায়নি। ইঞ্জিনিয়ারদের মতে, সেখানের নরম বালি মন্দিরের ভার বহন করতে সক্ষম নয়। তাই বিকল্প পথ খোঁজা হচ্ছে।