দেশ

ফের দিল্লিতে বাড়ছে দূষণের মাত্রা

আজও রাজধানী দিল্লির বাতাসে দূষণের মাত্রা অত্যন্ত বেশি ৷ এদিন সকাল ৭.৩০ মিনিট নাগাদ দিল্লির বায়ু দূষণের মাত্রা ছিল ২৫৬, যা বাতাসের দূষণ সূচক অনুযায়ী খারাপ ৷ এমনটাই জানিয়েছে সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফরকাস্টিং অ্যান্ড রিসার্চ ৷ কেজরিওয়াল সরকারের পক্ষ থেকে একসঙ্গে অনেকে মিলে বদ্ধ জায়গায় থাকতে বারণ করা হয়েছে ৷ যাঁদের শ্বাসজনিত সমস্যা রয়েছে, তাঁদের প্রয়োজনীয় ওষুধ হাতের কাছে রাখা, প্রয়োজনে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে ৷বাড়তে থাকা দূষণের মাত্রার জেরে কমিশন অফ এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট দিল্লি ও এনসিআর অঞ্চলের শিল্প তালুকগুলির ২২৮টি বিভাগ বন্ধ করার নির্দেশ দিয়েছে ৷ দিল্লি ও এনসিআর এলাকায় ৭ ডিসেম্বর পর্যন্ত মোট ১২১৫টি কারখানায় অভিযান চালিয়েছেন কমিশনের আধিকারিকরা ৷ যার মধ্যে ২২৮টি কারখানায় দূষণের মাত্রা সবচেয়ে বেশি এবং দূষণ সংক্রান্ত নির্দেশিকা এই কারখানাগুলিতে মানা হচ্ছে না ৷