কলকাতা

লকেটকে সরিয়ে বিজেপি-র মহিলা মোর্চার দায়িত্বে অগ্নিমিত্রা, যুব-র দায়িত্বে সৌমিত্র খাঁ

বিজেপির রাজ্য কমিটিতে অর্জুন সিং

সোমবারের ঘোষণায় কোনও পদেই নাম নেই মুকুল রায়ের। তালিকায় নেই শোভন চট্টোপাধ্যায়ও। চন্দ্র বসুরও নাম বাদ সহ-সভাপতির পদ থেকে। বদলে দায়িত্ব বাড়ল অর্জুন, অগ্নিমিত্রা, সৌমিত্র, সব্যসাচীদের। বিজেপি-র মহিলা মোর্চার সভানেত্রীর পদ থেকে সরানো হল লকেট চট্টোপাধ্যায়কে। আর সেই দায়িত্বে আনা হল অগ্নিমিত্রা পলকে। অন্যদিকে, যুব মোর্চার সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল দেবজিৎ সরকারকে। তাঁর বদলে দায়িত্ব দেওয়া হল সাংসদ সৌমিত্র খাঁকে । বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্য কমিটির নতুন পদাধিকারিদের নাম ঘোষণা করার পাশাপাশি মোর্চা সংগঠনগুলির সভাপতির নামও ঘোষণা করলেন। নতুন রাজ্য কমিটিতে ১২ জন সহ-সভাপতি. পাঁচজন সাধারণ সম্পাদক ও ১০ জন সম্পাদকের নাম ঘোষণা করা হল। অন্য রাজনৈতিক দল থেকে আসা বিধায়ক ও সাংসদদের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে এবার বঙ্গ বিজেপির বিভিন্ন কমিটিতে। দলের রাজ্য কমিটিতে সহ-সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বিশ্বপ্রিয় রায় চৌধুরি, ডা. সুভাষ সরকার, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, দেবাশীষ মিত্র, রাজকমল পাঠক, রাজু বন্দ্যোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, ঋতেশ তিওয়ারি, অর্জুন সিং, ভারতী ঘোষ, মাফুজা খাতুন, দীপেন প্রামাণিক। এর মধ্যে উল্লেখযোগ্য নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছে বারাকপুরে সাংসদ অর্জুন সিং। পাঁচজন সাধারণ সম্পাদকের মধ্যে রয়েছেন মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী ও হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু, সঞ্জয় সিং, রথীন বসু ও পুরুলিয়ার সাংসদ জ্যোর্তিময় সিং মাহাতো। আর ১০ জন সম্পাদকের মধ্যে রয়েছেন তুষার মুখোপাধ্যায়, তুষার ঘোষ, দীপাঞ্জন গুহ, বরুণ হালদার, বিবেক সোনকার, সব্যসাচী দত্ত, তনুজা চক্রবর্তী, ফাল্গুনী পাত্র, সংঘমিত্র চৌধুরি ও শর্বরী মুখোপাধ্যায়। এর মধ্যে উল্লেখযোগ্য নতুন মুখ হিসেবে দায়িত্ব পেয়েছেন সব্যসাচী দত্ত। এছাড়া মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালকে। লকেট চট্টোপাধ্যায়ের পরিবর্তে এই দায়িত্ব পেলেন তিনি। যুব মোর্চায় দেবজিত্‍ সরকারের বদলে দায়িত্বে এসেছেন বিষ্ণুপুরে সাংসদ সৌমিত্র খাঁ। এছাড়া দলের এসসি মোর্চার দায়িত্বে এসেছেন বিধায়ক দুলাল বর ও এসটি মোর্চার সভাপতি হয়েছেন সাংসদ খগেন মুর্মু। ওবিসি মোর্চার দায়িত্বে নির্মল কর্মকার, কিষাণ মোর্চার মহাদেব সরকার ও সংখ্যালঘু মোর্চার সভাপতি হয়েছে আলি হুসেন। দিলীপ ঘোষ আরও জানান, আগামী ৮ জুন রাজ্যের বিজেপি কর্মকর্তাদের নিয়ে অনলাইনে একটি জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।