ফের যান্ত্রিক গোলযোগের কারণে ভেঙে পড়ল বায়ুসেনার একটি মিগ-২৯ বিমান। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের শহিদ ভগত সিং নগরে। যদিও ভেঙে পড়ার আগেই নিজেকে বিমান থেকে বের করে নিয়েছিলেন পাইলট। ফলে হতাহতের কোনও খবর নেই। শহিদ ভগত সিং নগরের পুলিশ সুপার ওয়াজির সিং খাইরা জানিয়েছেন, ‘শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ এখানকার চুহাদপুর গ্রামে বায়ুসেনার একটি বিমান ভেঙে পড়ে। তবে লোকালয়ে না হয়ে একটি মাঠের মধ্যে তা পড়ায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আমরা সঙ্গে সঙ্গে পুলিশ টিম সেখানে পাঠাই। তারা এলাকা ঘিরে রেখেছে। বায়ুসেনার তরফে বিশেষজ্ঞ দল সেখানে পৌঁছেছে।’ বায়ুসেনা সূত্রে খবর, বিমানে যান্ত্রিক গোলযোগ বুঝতে পারার পরেই বেসে খবর পাঠান পাইলট। তারপর হোসিয়ারপুর জেলার রৌরকি খাস গ্রামের কাছে নিজেকে বিমান থেকে বের করে নেন তিনি। আরও কিছুটা গিয়ে একটি মাঠে ভেঙে পড়ে মিগ-২৯ বিমানটি। ওই মিগের আহত পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।