দেশ

দিল্লির দূষণ মোকাবিলায় কেন্দ্রের অর্ডিন্যান্স জারি, তৈরি হচ্ছে ১৮ সদস্যের স্থায়ী কমিটি

আইন লঙ্ঘন করলে ৫ বছরের জেল বা এক কোটি টাকা জরিমানা হবে 

দিল্লিতে বায়ুদূষণ ক্রমশ বাড়ছে ।ধোঁয়াশায় দিল্লিবাসীর নাভিশ্বাস উঠছে। এই সমস্যা মোকাবিলার জন্য অর্ডিন্যান্সের মাধ্যমে নতুন আইন আনল কেন্দ্রীয় সরকার ।  যেখানে উল্লেখ রয়েছে দূষণের আইন কোনওভাবে ভঙ্গ করা হলে তার জন্য পাঁচ বছরের জেল বা ১ কোটি টাকার জরিমানা দিতে হবে। রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর এই অর্ডিনেন্স বুধবার রাতে জারি করা হয়। সুপ্রিম কোর্টে এক সদস্যের বদলে এই ১৮ সদস্যের স্থায়ী কমিশন তৈরির অর্ডিন্যান্স পাশ হয় বুধবার। কমিশনের চেয়ারম্যান পরিবেশ ও বন মন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি নির্বাচন করবেন এবং এতে পরিবহন ও বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর পাশাপাশি মন্ত্রি পরিষদ সচিবকেও সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হবে। ১৮ সদস্যের কমিশনের নেতৃত্বে একজন পূর্ণকালীন চেয়ারপার্সন থাকবেন যিনি ভারত সরকারের সচিব বা কোনও রাজ্যের মুখ্য সচিব ছিলেন। ১৮ জন সদস্যের মধ্যে ১০ জন আমলা থাকবেন ও বাকিরা অন্যরা বিশেষজ্ঞ ও কর্মী।