আর কয়েকটা দিন পড়েই কালীপুজো। তবে করোনা আবহে কালীপুজোতে বাজি ফাটানো থেকে রাজ্যবাসীকে বিরত থাকতে অনুরোধ করেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় । আজ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘কোভিড রোগীর পক্ষে বায়ুদূষণ মারাত্মক। তাই কালীপুজোয় বাজি ফাটাবেন না। করোনা আবহে বাজি থেকে দূরে থাকুন। বর্তমানে রাজ্যের যা করোনা পরিস্থিতি সেখানে বেশিরভাগ করোনাক্রান্ত রোগী শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। সেই পরিস্থিতিতে বাজি পোড়ানোর অর্থ বায়ুদূষণ, যা থেকে আরও পরিস্থিতি খারাপ হতে পারে’। তিনি আরও বলেন, ‘পুলিশের সঙ্গে কথা বলেই কালীপুজো বিসর্জন করতে। কালীপুজোর মণ্ডপের চারপাশ যেন খোলা থাকে।’ পাশাপাশি সকলকে অনুরোধ করেন মাস্ক পরতে। বিসর্জনে শোভাযাত্রার অনুষ্ঠান করা যাবে না বলেও জানিয়ে দেন।