ঘন কুয়াশার প্রকোপে আপাতত বন্ধই কলকাতা বিমানবন্দরের উড়ান পরিষেবা। সোমবার সকাল থেকে কলকাতা বিমানবন্দর থেকে একটি বিমানও উড়তে পারেনি। আবার বাইরে থেকে আসা বিমানের অবতরণও করানো যায়নি।তার জেরে বিমানবন্দরে আটকে রয়েছেন প্রচুর যাত্রী। কুয়াশার প্রকোপ না কাটলে উড়ান পরিষেবা চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘন কুয়াশায় ঢাকা বিমানবন্দর চত্বর। তার জেরে বিমান উড়তে পারছে না। দৃশ্যমানতা এতটাই কম যে সকাল থেকে একটি বিমানও উড়তে পারেনি। বাইরে থেকে যে বিমানের এসে পৌঁছনোর কথা ছিল, সেগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বেশিরভাগ বিমানকেই পাঠিয়ে দেওয়া হয়েছে রাঁচিতে। বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছেন যে, কৃত্রিম আলো জ্বালিয়ে বিমানের অবতরণ করানোর চেষ্টা চালানো হয়। কিন্তু কুয়াশা এতটাই ঘন যে, তা সম্ভব হয়নি। তাতেই যাত্রীরা আটকে রয়েছেন বিমানবন্দরে। একাধিক বিমানের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাবাবিক না হওয়া পর্যন্ত বিমান চলাচল সম্ভাব নয় বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।