বড় ঘোষণা করলেন অক্ষয় কুমার৷ ভারতের নাগরিকত্ব পেলেন তিনি৷ ট্যুইটারে সেই আনন্দের খবর তিনি শেয়ার করলেন ফ্যানেদের সঙ্গে৷ কানাডার নাগরিকত্ব ত্যাগ করে, ভারতের পাসপোর্ট গ্রহণ করলেন অবশেষে। ভারতীয় নাগরিক হওয়ার সেই ডকুমেন্টসের ছবি শেয়ার করে অক্ষয় লিখলেন, ‘দিল অওর সিটিজেনশিপ, দোনো হিন্দুস্থানী, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, জয় হিন্দ৷’’।