মুম্বইয়ে ‘হাউসফুল ৫’ ছবির শ্যুটিং সেটে গুরুতর জখম হলেন অভিনেতা অক্ষয়কুমার। জানা যাচ্ছে, একটি দৃশ্যে স্টান্ট করার সময় কোনও কিছু একটা উড়ে এসে তাঁর চোখে ঢুকে যায়। তাতেই চোট পান অক্ষয়। সেটেই চিকিৎসককে ডাকা হয়। তিনি অক্ষয়ের চোখে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দেন। আর অভিনেতাকে বিশ্রামের পরামর্শও দেন। উল্লেখ্য, ছবিটির শ্যুটিং এখন শেষ পর্যায়ে। তাই দ্রুত সুস্থ হয়ে সেটে ফিরে আসার জন্য মুখিয়ে রয়েছেন অক্ষয়। আগামী বছর তরুণ মানসুখানি পরিচালিত, ‘হাউসফুল ৫’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অক্ষয় ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, জ্যাকলিন ফার্নান্ডেজ, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, রীতেশ দেশমুখ, ফারদিন খান, নার্গিস ফাখরি, চিত্রাঙ্গদা সিং, নানা পাটেকর, চাঙ্কি পাণ্ডে এবং জনি লিভার সহ অন্যান্যর।