মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে নবান্নে গিয়ে তিনি তাঁর দায়িত্ব বুঝে নেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্ কর পুরকায়স্থের ঘরেই আলাপন বসবেন। কেন্দ্র-রাজ্য টানাপড়েনের মধ্যে চাকরির মেয়াদ বৃদ্ধি না নিয়ে মুখ্যসচিব পদে থেকেই ৩১ মে অবসর নেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সেই বিতর্কে ইতি পড়ার আগেই মমতা ঘোষণা করেন, তাঁর মুখ্য উপদেষ্টা হিসাবে আলাপন কাজ করবেন আগামী ৩ বছর। মাসে আড়াই লক্ষ টাকা বেতনের সঙ্গে অন্যান্য সুযোগসুবিধাও পাবেন তিনি।