কলকাতা

‘আলাপন বন্দ্যোপাধ্যায়ের চ্যাপ্টার ওভার, সরকার ওঁর পাশে থাকবে’, সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী

প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ইস্যুতে কোনও ব্যাক্য ব্যয় করলেন না মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আলাপন বন্দ্যোপাধ্যায় নিয়ে কোনও প্রশ্ন করবেন না। চ্যাপ্টার ওভার।’ সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, আলাপনবাবু অবসর নিয়েছেন। তাঁর পাশে থাকবে রাজ্য সরকার।  আলাপনকে দিল্লিতে সোমবার সকালে রিপোর্ট করতে বলা হয়। কিন্তু সেই তলবে সাড়া দেননি আলাপন। রাজ্য সরকারের দেওয়া মুখ্যসচিব পদে ৩ মাসের মেয়াদ বৃদ্ধি, যা কেন্দ্র প্রাথমিক ভাবে অনুমোদন করেছিল, তা-ও নেননি তিনি। নির্দিষ্ট দিনে অবসর নিয়ে নেন। তার পরেই পরেই মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগেই সোমবার সকালে আলাপনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন। ৫ পাতার চিঠিতেই মমতা প্রধানমন্ত্রীকে ‘স্মরণ করিয়ে দিয়ে’ জানান, তিনি কলাইকুন্ডার বৈঠক থেকে মুখ্যসচিবকে নিয়ে দিঘার উদ্দেশে রওনা হওয়ার আগে ‘নির্দিষ্ট ও স্পষ্ট ভাবে’ প্রধানমন্ত্রীর অনুমতি চেয়েছিলেন। প্রধানমন্ত্রী ‘স্পষ্ট ভাবে’ এই অনুমতি দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি ছিল, গোটা বিতর্কের সেখানেই ইতি টানা উচিত ছিল।