রাজ্যের তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবেলের চেয়ারম্যান পদে এলেন আলাপন বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার দায়িত্ব আরও বাড়াল নবান্ন। ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের নতুন চেয়ারম্যান হলেন আলাপন। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে নবান্নে। এর আগে রাজ্যের মুখ্যসচিব ছিলেন আলাপন। এবার তিনি নতুন দায়িত্বে। উল্লেখ্য, সম্প্রতি ওয়েবল নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাককে অন্যায়ভাবে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে। এর আগে রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান করা হয় আলাপন বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যে তৃণমূল সরকার আসার পর থেকে এই পদের দায়িত্বে ছিলেন শিল্পী শুভাপ্রসন্ন। রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান করার সিদ্ধান্ত নেয় নবান্ন। আলাপন নতুন পদে তাঁর দায়িত্বভার বুঝে নেন। প্রসঙ্গত, ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর থেকে এতদিন ওই দায়িত্বে ছিলেন শিল্পী শুভাপ্রসন্ন। রাজ্যের মুখ্যসচিবের পদ থেকে অবসরের আগে কেন্দ্রীয় সরকার আলাপনকে দিল্লিতে বদলি করেছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি প্রধানমন্ত্রীর বৈঠকে পুরো সময় উপস্থিত ছিলেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় আলাপনও তাঁর সঙ্গে বেরিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ তোলা হয়েছিল। আলাপন বন্দ্যোপাধ্যায় তাঁর বদলির বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইবুনালে মামলা করেছিলেন।