কলকাতা

করোনা বিধি মেনেই আগামীকাল থেকে খুলেছে আলিপুর চিড়িয়াখানা

করোনা বিধি মেনেই আগামীকাল থেকে খুলছে আলিপুর চিড়িয়াখানা। করোনার দ্বিতীয় ঢেউ-এর জেরে বন্ধ হয় চিড়িয়াখানা। কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গে স্বাভাবিক ছন্দে ফিরতেই একে একে খুলে গিয়েছে বিনোদন পার্ক, পেক্ষাগৃহ, অডিটোরিয়াম। সর্বত্রই করোনা বিধি মেনেই যাচ্ছেন দর্শকেরা। তাই এবার সেই তালিকায় যুক্ত করা হল আলিপুর চিড়িয়াখানাকে। বুধবার থেকেই আমজনতার জন্য খুলছে চিড়িয়াখানা। কঠোর করোনা বিধি মেনেই মিলবে প্রবেশের ছাড়পত্র জানিয়েছে কর্তৃপক্ষ। মানব শরীর থেকে করোনার সংক্রমণ যাতে পশু-পাখি কিংবা প্রাণীদের শরীরে না ছড়ায় তাই বন্ধ ছিল আলিপুর চিড়িয়াখানা। কিন্তু রাজ্যে ধীরে ধীরে কমছে করোনা সংক্রমণের গ্রাফ। তাই বিনোদনের জন্য খুলে দেওয়া হচ্ছে আলিপুর চিড়িয়াখানাকে। সরকারের কাছে অনুমতি নিয়েই, সকলের জন্য আগামিকাল থেকে খুলছে চিড়িয়াখানা। তবে প্রবেশ করতে হলে মানতে হবে কোভিড নিয়ম। প্রবেশের মুখেই থার্মাল গান দিয়ে তাপমাত্রা মাপা হবে। পরতে হবে মাস্ক, ব্যবহার করতে হবে স্যানিটাইজারও। চিড়িয়াখানার ভিতরে সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক। ছোটদের প্রবেশেও কোনও বাধা নেই, শুধু মানতে হবে নিয়মগুলি।