আলিপুরদুয়ারঃ ভোর রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের (পূর্ব) মারাখাতা বিটের জঙ্গল লাগোয়া রাস্তায় হাতির হানায় এক যুবকের মৃত্যু হয়। সূত্রের খবর, মৃতের নাম অমিত টোপ্পো। বয়স আনুমানিক ২৯ বছর। ওই যুবক খোয়ারডাঙ্গা ১ গ্রাম পঞ্চায়েতের লালচাঁদপুর এলাকার বাসিন্দা। এদিন সকালে মৃতদেহ দেখে স্থানীয়রা মারাখাতা বিটের বনকর্মীদের খবর দেন। কিন্তু বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেন বলে অভিযোগ স্থানীয়দের। এরপর বনকর্মীরা সেখানে পৌঁছালে উত্তেজিত জনতা বনদপ্তরের গাড়ি ভাঙচুরের পাশাপাশি গাড়ি উল্টে দেয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। ফাঁড়ির ওসি নয়ন দাস ও বনকর্তাদের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা শ্রী হরিশ বলেন, ‘ওই এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। রেঞ্জ অফিসার ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। মৃত ব্যক্তির পরিবারকে নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে।’