ভর সন্ধ্যায় আলিপুরদুয়ারে শ্যুটআউট৷ আলিপুরদুয়ার শহরের একটি সমাজনগর এলাকার একটি যৌনপল্লিতে গুলি করে খুন করা হল স্থানীয় বাসিন্দা এক মহিলাকে৷ এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে নবম শ্রেণির এক ছাত্রও৷ পাল্টা গণপিটুনিতে এক আততায়ীরও মৃত্যু হয়েছে। সূত্রে খবর, বাইক করে এসে আততায়ীরা ওই মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় ৷ওই মহিলা যৌনকর্মী হিসেবেই কাজ করতেন৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই মহিলাকে খুন করাই দুষ্কৃতীদের উদ্দেশ্য ছিল৷ লক্ষ্যভ্রষ্ট হয়ে আলিপুরদুয়ার হাইস্কুলের নবম শ্রেণির পড়ুয়া ওই ছাত্রের পায়েও কোনওভাবে গুলি লেগে যায়৷ আহত ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ৷