শক্তিশালী ঘূর্ণিঝড় যশ সরে গিয়েছে ওড়িশা থেকে ঝাড়খন্ডের দিকেও। বৃহস্পতিবার সকালে ঝাড়খন্ডে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫৫ কিমিতে দাঁড়িয়েছে। সঙ্গে বৃষ্টি। এবার গভীর নিম্নচাপ হয়ে তা এবার বিহার-উত্তরপ্রদেশের দিকে সরবে বলেই মনে করছে আবহাওয়া দপ্তর। এদিকে দুর্যোগ না হলেও তার প্রভাব পড়তে চলেছে বাংলাতেও। আজ, বৃহস্পতিবার সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলিতে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়।