নতুন কৃষি আইনের প্রতিবাদে কৃষক সংগঠনগুলির বিক্ষোভে কয়েকদিন ধরেই উত্তপ্ত দিল্লি-হরিয়ানা সীমান্ত । ইতিমধ্যেই বুরারিতে গিয়ে বিক্ষোভ দেখানোর যে প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছিলেন তা মেনে নেয়নি কৃষক সংগঠনগুলি । এবার ৩ ডিসেম্বর দেশজুড়ে “রাস্তা রোকো”-র ডাক দিল অল ইন্ডিয়া কিষাণ সভা । কৃষি আইন ও বিদ্যুৎ বিল ২০২০ প্রত্যাহারের দাবিতে এই অবরোধের দিয়েছে তারা । ৩ ডিসেম্বর প্রতিদিন দেশের প্রতিটি জেলা ও তেহসিলে এক ও দু’ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করা হবে বলে তাদের তরফে জানানো হয়েছে । এর পাশাপাশি এক সপ্তাহ ধরে একাধিক কর্মসূচি পালন করা হবে । প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো থেকে শুরু করে ধরনাতেও বসবে তারা । ব়্যালি, জাঠা ও সভাও করা হবে । পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ়্ডে চলা কৃষকদের বিক্ষোভকে সমর্থন জানিয়ে এই “রাস্তা রোকো”-র ডাক দেওয়া হয়েছে । বর্তমানে পঞ্জাব, হরিয়ানা থেকে কৃষকরা ট্রাক্টর নিয়ে দিল্লি সীমান্তে পৌঁছেছেন । খারাপ আবহাওয়াকে উপেক্ষা করে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড থেকে কৃষকরা দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন ।