দেশ

কাশ্মীর নিয়ে সর্বদল বৈঠক

২০১৯ সালে ৫ আগাস্ট ৩৭০ অনুচ্ছেদের মাধ্যমে সংবিধানের যে বিশেষ সুবিধে পেত জম্মু ও কাশ্মীর তা রোধ করা হয়েছে। রাজ্যের তকমা হারিয়ে জম্মু ও কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হয়েছ। একই সঙ্গে দীর্ঘ দিনের দাবি মেনে পৃথক করা হয়েছিল লাদাখও। তার প্রায় দেড় বছরেও বেশি সময় পরে জন্মু ও কাশ্মীরের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি এবং কেন্দ্রশাসিত অঞ্চলটির ভবিষ্যত নিয়ে রাজধানী দিল্লিতে আজ সর্বদলীয় বৈঠক করেন। পূর্ব নির্ধারিত সূচি মেনেই বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক হয়। প্রথম সারির আটটি রাজনৈতিক দলের ১৪ জন শীর্ষ নেতৃত্ব উপস্থিতে বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, গুলাম নবি আজাদ, ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ ও তাঁর ছেলে ওমর আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, চার প্রাক্তন মুখ্যমন্ত্রীর জম্মু ও কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের সমস্যা তুলে ধরেন প্রধানমন্ত্রীর সামনে। জানা গিয়েছে, উপত্যকার উন্নয়ন নিয়ে আলোচনা হয় বৈঠকে। তবে নির্বাচন নিয়ে কোনও আলোচনা হয়নি। বৈঠকে কংগ্রেস, গুপকার জোটের দলগুলির তরফে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি জানানো হয়।জানা গিয়েছে, বৈঠকে মোদি-শাহ দুই জনেই জানান, দ্রুত রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে জম্মু ও কাশ্মীরকে।