ফের খুলে দেওয়া হল লকগেট। নির্ধারিত সময়েই কলকাতার সবকটি লকগেট খুলে দেওয়া হয়। শহরে জমে থাকা জল হু হু করে বেরিয়ে যেতে শুরু করেছে। কলকাতা পুরসভা মনে করছে, কয়েক ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টি না হলে নগরবাসী জলযন্ত্রণা থেকে মুক্তি পাবে। ভরা কোটালের জন্য সকাল সাড়ে ১০টা থেকে দুপুর তিনটে পর্যন্ত লকগেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পুরসভা। গঙ্গার জলস্তর কমতেই শহরবাসীর দূর্ভোগ কমাতে যথা সময়ে খুলে দেওয়া হল গঙ্গার ৯ টি লকগেট এবং শহরের ৮ টি লকগেট। রাতভোর বৃষ্টিতে জল থৈ থৈ কলকাতা। জলযন্ত্রণা বাড়িয়েছে শহরে যানজট। কলকাতার বেশিরভাগ জায়গায় ১০০ মিলির উপরে বৃষ্টি হয়েছে। ফলে উত্তর থেকে দক্ষিণ গোটা শহরের সব নিচু অংশই প্রায় জলের তলায়। লকগেট খুলতেই শহরের নানা প্রান্তে জমে থাকা জল হু হু করে বেরিয়ে যেতে শুরু করে। ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার দাপটে রবিবার রাত থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাগাতার চলছে বৃষ্টি। সোমবারও অব্যাহত রয়েছে বর্ষণ। রবিবার রাত ১২টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ধাপায় ১৪৬ মিমি, তপসিয়ায় ১৩০ মিমি, কালীঘাটে ১২৭ মিমি, উল্টোডাঙায় ১২৫ মিমি, বালিগঞ্জে ১২৩ মিমি, বেলগাছিয়ায় ১০০ মিমি বৃষ্টি হয়েছে। তার জেরে ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, বেহালা, সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড-সহ কলকাতার বিস্তীর্ণ অংশে জল জমে গিয়েছে।