কলকাতা: প্রয়োজন মত টাকা দিতে না পারায় গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্বামীকে। সূত্রের খবর, সোমবার রান্না করার সময় হঠাৎ আগুন লেগে যায়। মঙ্গলবার ভোর রাতে পিজি হাসপাতালে মারা যায় ওই গৃহবধূ।শশুর, শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় মেয়েটির বাপের বাড়ির তরফে।অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছে স্বামী আইজুল মোল্লা। ৯ বছর আগে তুহিনা খাতুনের সঙ্গে বিয়ে হয় ঘুনি মোল্লা পাড়ার বাসিন্দা আইজুল মোল্লার।সেই সময় লাখ টাকা পণ ও বাইক নেয় যৌতুক হিসাবে।বিয়ের কয়েক বছর পর থেকে বিভিন্ন সময় টাকা দাবি করা হয় তুহিনার শ্বশুরবাড়ির পক্ষ থেকে।চাপে পড়ে মাঝে কিছু টাকা দেওয়া হয়।অভিযোগ, তারপর আর টাকা দেওয়া সম্ভব না হলে ঝামেলা ও মারধর করা শুরু হয় তুহিনাকে, এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। গোটা ঘটনার তদন্তে ইকোপার্ক থানার পুলিশ।