জেলা

শুভেন্দু-‌সৌমেন্দুর বিরুদ্ধে লক্ষাধিক টাকার ত্রাণের ত্রিপল চুরির অভিযোগ, দায়ের এফআইআর

পুরসভার গুদাম থেকে লক্ষাধিক টাকার ত্রাণের ত্রিপল চুরির অভিযোগে নাম জড়াল শুভেন্দু-‌সৌমেন্দুর। কাঁথি থানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। কাঁথি পুরসভার অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে শুভেন্দু বা সৌমেন্দু কারোরই তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনার সূত্রপাত হয় শনিবার। কাঁথি পুরসভার পুরনো বিল্ডিং ডরমেটরি মাঠ সংলগ্ন এলাকায় পুরসভার গুদামঘর রয়েছে। এদিন দুপুর ১টা নাগাদ সেখান থেকে পুরসভায় কাজ করতে যাচ্ছিলেন সেখানকারই এক পুরকর্মী। সেই সময় তাঁর নজরে আসে ওই গুদাম ঘরের সামনে সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের উপস্থিতিতে ত্রিপল বার করিয়ে ম্যাটাডোরে তোলা হচ্ছে। তড়িঘড়ি ওই কর্মী বিষয়টি গিয়ে কাঁথি পুরসভার প্রশাসক সিদ্ধার্থ মাইতিকে জানান। খবর পেয়েই সিদ্ধার্থবাবু প্রশাসক মণ্ডলীর দুই সদস্য হাবিবুর রহমান, রত্নদীপ মান্না ও যুব তৃণমূলের এক নেতা সুরজিৎ নায়ককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। জানা গিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে পুরসভার প্রশাসকেরা গুদামের দায়িত্বে থাকা পুরকর্মী হিমাংশু মান্নাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন করেন।