দেশ

আগরতলায় তৃণমূলের যোগদান পর্ব ও কর্মী সম্মেলন চলাকালীন ৩ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ

কর্মী সম্মেলন চলাকালীন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি সরকারের বিরুদ্ধে। এমনটাই অভিযোগ তৃণমূলের। শুক্রবার আগরতলার সুপারি বাগান এলাকার একটি কনফারেন্স হল ভাড়া নিয়েছিল তৃণমূল। সেখানে যোগদান পর্ব ও কর্মী সম্মেলন ছিল। কিন্তু কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে অভিযোগ। প্রায় ৩ ঘন্টা অতিক্রম হলেও বিদ্যুৎ সংযোগ আসেনি। শেষ পর্যন্ত জেনারেটর ভাড়া করে কর্মসূচি চালাতে হচ্ছে তৃণমূল নেতৃত্বকে। অনুষ্ঠানে রয়েছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, সংসদ প্রতিমা মন্ডল ও অসমের তৃণমূল কংগ্রেসের নেত্রী সুস্মিতা দেব।