জেলা

বালিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষের অভিযোগ, গুলিবিদ্ধ ১, উত্তপ্ত এলাকা

 শনিবার বালিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষের অভিযোগ। ঘটনায় বিজেপির এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর নাম প্রমোদ দুবে। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এরপরই রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। কার্যত অবরুদ্ধ হয়ে যায় জিটি রোড। গেরুয়া শিবিরের অভিযোগ, আজ বেলুড় থানার মাতোয়ালা এলাকা দিয়ে বিজেপির কয়েকজন কর্মী-সমর্থক যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক নিজের দলবল নিয়ে তাঁদের উপর চড়াও হন। মারধরের পাশাপাশি তাঁদের লক্ষ্য করে গুলিও চালানো হয়। জানা গিয়েছে, গতকাল ওই এলাকায় বিজেপির একটি অনুষ্ঠান ছিল। সেই সময় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই আজ সকালে এই হামলার ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, গতকালের ঘটনার জেরেই আজ সকালে তাঁদের উপর হামলা চালায় তৃণমূল। ঘটনায় বিজেপির তিনজন কর্মী-সমর্থক গুরুতর ভাবে জখম হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় শ্রমজীবী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর তাঁরা বালি থানায় লিখিত অভিযোগ জানাতে যান। গেরুয়া শিবিরের অভিযোগ, থানার সামনেও তাঁদের উপর ফের চড়াও হয় শাসক দলের লোকজন। পুলিসের সামনেই তাঁদের বেধড়ক মারধর করা হয়। এই ঘটনার তীব্র নিন্দা করছেন বিজেপির নেতা-কর্মীরা। দলের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, পুলিস যদি এই ঘটনার সঠিক তদন্ত না করে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। জানান, এবার যদি বিজেপি কর্মীরা আইন ভাঙেন তার দায় কিন্তু পুলিস-প্রশাসনকেই নিতে হবে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের এক নেতা জানিয়েছেন, মিথ্যা অভিযোগ করছে বিজেপি। আসলে ওরা এলাকায় অশান্তি করতে চাইছে। এদিনের ঘটনার জেরে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা। অকুস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিস বাহিনী।