রাতের অন্ধকারে তৃণমূল যুব নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ । যদিও অক্ষত আছেন তৃণমূল নেতা । অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি ৷ তবে তৃণমূল কংগ্রেস টাউন সভাপতি পাপাই ঘোষের গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে ৷ ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায় । আতঙ্কিত তৃণমূল নেতাও । এই ঘটনায় রাজনৈতিক যোগ রয়েছে বলে দাবি তাঁর ৷ বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, “ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে । শনিবার রাত আনুমানিক এগারোটা নাগাদ বহরমপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষ কাজ সেরে বাড়ি ফিরছিলেন । এমন সময় বহরমপুরের রিংরোড এলাকায় পিছন দিক থেকে আততায়ীরা তাঁর গাড়ি লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে । গাড়ির পিছনের কাঁচ ভেঙে যায় । যদিও আততায়ীদের গুলিতে কেউ হতাহত হয়নি ।”