বিনোদন

থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, আটক আল্লু অর্জুন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলা মৃত্যুর ঘটনায় আটক আল্লু অর্জুন ৷ চিক্করপল্লি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে অভিনেতাকে ৷ এদিন অভিনেতাকে তাঁর বাড়ি থেকে আটক করে পুলিশ ৷ নিয়ে যাওয়া হয়েছে থানায় ৷ ইতিমধ্যেই থানার চারপাশে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা ৷ জানা গিয়েছে, সন্ধ্যা থিয়েটারে মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার মামলায় বাতিলের জন্য ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা ৷ আল্লু জানিয়েছেন, মর্মান্তিক এই ঘটনার জন্য তিনি দায়ি নন ৷ ফলে তাঁর বিরুদ্ধে পুলিশ যে মামলা দায়ের করেছে তা তুলে নেওয়া হোক ৷ যদিও এই ঘটনায়, অভিনেত্রী রশ্মিকা মন্দানার বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেনি পুলিশ ৷ ঘটনার সূত্রপাত 4 তারিখ ৷