দেশ

পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার নির্দেশ, ‘কংগ্রেসে আর থাকব না’, সোনিয়াকে চিঠি অমরিন্দর সিংয়ের

কংগ্রেসের অন্তর্কলহের জের, পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অমরিন্দর সিং। কংগ্রেসের হাইকমান্ডের তরফ থেকেই এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। আর এতে রীতিমতো ‘অপমানিত’ অমরিন্দর। ইতিমধ্যেই সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন অমরিন্দর। লিখেছেন, ‘এই ধরনের অপমানই যথেষ্ট। এই নিয়ে তৃতীয়বার হচ্ছে। আমি আর পার্টিতে থাকতে পারব না।’ প্রসঙ্গত, পাঞ্জাব কংগ্রেসের দায়িত্বে থাকা হরিশ রাওয়াত শুক্রবার রাতে টুইটে জানিয়েছেন, ‘বিশাল সংখ্যক বিধায়কদের অনুরোধ এসেছে যাতে খুব শীঘ্রই কংগ্রেস পরিষদ দলের বৈঠক ডাকা হয়। শনিবার বিকাল ৫টায় একটি জরুরি সভার ডাক দেওয়া হয়েছে। সকল বিধায়কদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।’ প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে দলেরই নেতারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করার পর থেকেই অমরিন্দর সিংয়ের সঙ্গে একাধিকবার বাদানুবাদে জড়িয়ে পড়েন। আর সেই পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতির নভজ্যাত সিং সিধুর শিবির থেকে দাবি করা হয়, অমরিন্দর সিংয়ের সঙ্গে কথা বলা হয়েছে। এবং তাঁকে ইস্তফা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।