মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘ ৫০ বছর ধরে গর্ভপাত মহিলাদের সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত ছিল। এবার গর্ভপাত নিষিদ্ধ করল মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আমেরিকায় ১৯৭৩ সাল থেকে চলে আসা এই অধিকার রাতারাতি নিষিদ্ধ হয়ে গেল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আমেরিকার সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল গর্ভপাতের সাংবিধানিক অধিকার। শুক্রবার আদালত জানিয়ে দিল আমেরিকার যেকোনও প্রদেশ চাইলেই মহিলাদের গর্ভপাতের অধিকার থেকে বিরত রাখতে পারে। এই রায় যুগান্তকগারী বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। এর ব্যাপক প্রতিক্রিয়া হবে দেশজুড়ে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই এই রায়ের বিরুদ্ধে বিভিন্ন প্রদেশে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ২৬টি প্রদেশ এই রায় মেনে গর্ভপাত নিষিদ্ধ করতে পারে। সুপ্রিম কোর্ট বিষয়টি বিভিন্ন প্রদেশের বিবেচনার উপর ছেড়ে দিয়েছে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই রায়কে স্বাধীনতার উপর আঘাত বলে মন্তব্য করেছেন।