‘বিজেপি নির্বাচন জেতার জন্য এনআরসি’র ভয় দেখাচ্ছে। অমিত শাহ নরেন্দ্র মোদি নিজেরাই অনুপ্রবেশকারী। ধর্মের নামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে।’ বসিরহাট মহকুমার বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেসের প্রার্থী অমিত মজুমদারের সমর্থনে শনিবার বিকেলে এই ভাষাতেই বসিরহাট ইয়ং স্টার ক্লাবের মাঠে প্রকাশ্য জনসভায় তোপ লাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘১৯ টা, বিজেপি শাসিত রাজ্য সেখানে কোনও এনআরসি হচ্ছে না। নির্বাচন আসে এনআরসি কথা বলে। অসমে এনআরসি করেছে। সেখানে ১৯ লক্ষ বাঙালি হিন্দুর মধ্যে ১৪ লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছে। একদিকে হিন্দু ধর্মের জিগির তুলে নির্বাচনে ভীতসন্ত্রস্ত করে তুলছে। দেশের সবচেয়ে বড় অনুপ্রবেশকারী হলেন নরেন্দ্র মোদী অমিত শাহ। নির্বাচনের নামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন। এটা কখনো আমরা হতে দেব না, যে কোনো মূল্যে এটা হতে দেব না। নন্দীগ্রামে দিদির নৈতিক পরাজয় হয়ে গেছে। নন্দীগ্রামের সাত নম্বর বুথে দু’ঘণ্টা বসে ছিলেন সেখানে বিজেপির সবচেয়ে বড় দালাল রাজ্যপালকে তিনি ফোন করেছেন। কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে তিনি চিঠি লিখে সাহায্য চেয়েছেন এতেই বোঝা যায় নন্দীগ্রামে নৈতিক পরাজয় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাদের একমাত্র লড়াই বাংলা বাঁচানোর লড়াই তাই এই নির্বাচনে সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন। মোদী অমিত শাহ বারবার বলছেন যে সোনার বাংলা করবেন কালো টাকা উদ্ধার করে যে টাকা দেওয়ার কথা ছিল তা দেননি ।পাশাপাশি লকডাউন ও করোনার সময় যে পরিযায়ী শ্রমিক না খেতে পেয়ে মরেছে। তিনি তখন কি করে চুপ করে বসে ছিলেন? মোদীজি বলেছিলেন ২১ দিনের মধ্যে করোনা চলে যাবে। যেদিন দেশ থেকে বিজেপি সরকার চলে যাবে সেদিনই এদেশ থেকে করোনাও চলে যাবে।’