বিরোধীরা জোটের ‘জুজু’ যতই দেখাক, আর যতই করুক হইচই, ২০২৪ সালে নরেন্দ্র মোদিই ফের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার লোকসভায় দিল্লি বিল নিয়ে আলোচনাকালে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি কংগ্রেস তথা ‘ইন্ডিয়া’ জোটকে নিশানা করে আরও বলেন, দিল্লি বিল একবার পাশ হয়ে গেলে আম আদমি পার্টি আর জোটে থাকবে না। বিরোধী সাংসদদের উদ্দেশে তিনি বলেন, দিল্লির কথা ভাবুন, জোটের কথা নয়।