জঙ্গিদের টার্গেট হতে পারে একাধিক রাজ্য। ইতিমধ্যে অসম পুলিশের তরফেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই অবস্থায় জরুরি বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের সমস্ত রাজ্যের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে এই বৈঠক হয়। উচ্চ পর্জায়ে এই বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরাও। দুপুর দুটো থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সমস্ত রাজ্যের পুলিশ কর্তা এবং আধিকারিকদের সঙ্গে এই বৈঠক শুরু হয়। তবে ঠিক কি কারনে এই বৈঠক তা স্পষ্ট করা হয়নি মন্ত্রকের তরফে। যদিও সূত্রের খবর, দেশের সমস্ত রাজ্যের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতেই জরুরি এই বৈঠকের ডাক দেওয়া হয়। তবে বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেদিকেই নজর সবার। তবে মন্ত্রক বলছে, এমন বৈঠক নতুন কিছু নয়। মাঝে মধ্যেই দেশের নিরাপত্তা সহ উন্নয়ন সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিতে এহেন বৈঠক করা হয়। এর আগে গত মাসে ১০টি রাজ্যের উচ্চপদস্থ আধিকারিক ও মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অমিত শাহ।