দেশ

বাংলার জনসভায় মাস্ক পরেননি অমিত শাহ, মানেননি কোভিড বিধি, অথচ সংসদের শীতকালীন অধিবেশন বাতিল করা হল: প্রশান্ত ভূষণ

কোভিড বিধি না মেনে বাংলায় সভা করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ। বাংলায় সফররত অমিতকে কটাক্ষ করে প্রশান্তের টুইট, ‘নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের বিদ্রোহীদের নিজেদের দলে নিয়ে আসছে বিজেপি। এবং তা করা হচ্ছে কোনও রকম রাজনৈতিক রীতিনীতির তোয়াক্কা না করেই’। এর পরই শনিবার মেদিনীপুরে অমিতের সভা নিয়ে কটাক্ষ করেন প্রশান্ত। ‘শাহ নিজে মিটিং করলেন মাস্ক না পরে। কোনও রকম শারীরিক দূরত্বের বিধি মানলেন না। কোভিড সং‌ক্রান্ত কোনও নিয়মেরই তোয়াক্কা করলেন না তিনি। এ দিকে, কোভিডের জন্য সংসদের শীতকালীন অধিবেশন বাতিল করে দিলেন। মোদী-শাহের বিজেপি গণতন্ত্র হত্যা করেছে’। তিনি টুইটে লেখেন , ‘শাহের সভায় হাজার হাজার লোকে সভায় এল। আর কোভিডের জন্য় সংসদের শীতকালীন অধিবেশন বাতিল করা হল। এর চেয়ে বড় দ্বিচারিতা হয় না।’