জেলা

৭দিনের ব্যবধানে বাংলায় আসছেন মোদি-শাহ-নাড্ডা

২০২১-এর বিধানসভা নির্বাচনই পাখির চোখ ৷ আর সেই লক্ষ্যেই রাজ্যে আসছেন বিজেপির ৩ হেভিওয়েট নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২২ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন। ২২ তারিখ হুগলিতে একটি জনসভা করবেন প্রধানমন্ত্রী । এছাড়াও কলকাতায় সরকারি কর্মসূচিতে যোগ দেবেন বলে বিজেপি সূত্রে খবর। তার আগেই অবশ্য ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে পা রাখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ ১৮ ফেব্রুয়ারি অমিত শাহ কাকদ্বীপে কলকাতা জ়োনের রথযাত্রার সূচনা করবেন। সবশেষে জেপি নাড্ডা ২৫ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গে একটি জনসভা করবেন৷ এছাড়াও বিজেপির একটি সাংগঠনিক বৈঠক তিনি যোগ দেবেন বলে বিজেপি সূত্রে খবর ৷ সূত্রে খবর, রথযাত্রার মাধ্যমে একদিকে ২৯৪টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি গ্রাম বাংলায় প্রচারের ঝড় তুলতে চাইছে বিজেপি। তেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে সরকারি কর্মসূচির উদ্বোধন করিয়ে কেন্দ্রীয় সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।