কলকাতা

২-৩ মার্চ ফের বাংলা সফরে আসছেন অমিত শাহ, করবেন ভবানীপুরে রোড-শো

ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২ মার্চ তিনি কলকাতা উত্তরে রোড-শো করবেন । ৩ মার্চ তিনি রোড- শো করবেন দক্ষিণ কলকাতায় । মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরেও রোড-শো তে অংশ নিচ্ছেন অমিত শাহ । উত্তর কলকাতায় টালা থেকে চৌরঙ্গী এবং দক্ষিণ কলকাতায় রাসবিহারী থেকে রবীন্দ্রসদন পর্যন্ত রোড-শো হবে । বিজেপির সূত্রে খবর, উত্তর ও দক্ষিণ কলকাতায় বিজেপির সংগঠন খুবই দুর্বল । আর এই দুই কলকাতা মিলিয়ে মোট ১৪ টি বিধনাসভার আসন রয়েছে । আর সব কটি আসনই তৃণমূলের দখলে । তবে ২০১৯ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে উত্তর কলকাতায় ২ টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছে তৃণমূল । একটি শ্যামপুকুর ও অপরটি মানিকতলা । আর দক্ষিণ কলকাতায় ২টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি । একটি রাসবিহারী ও অপরটি ভবানিপুর বিধানসভা কেন্দ্রে । তাই ২০২১-এর বিধানসভা নির্বাচনের অনেক আগেই কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহকে দিয়ে প্রচারে ঝড় তুলতে চাইছে বঙ্গ বিজেপি । বিজেপির সূত্রে খবর, ২ তারিখ রাতে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে জলের কোর টিমের সঙ্গে একটি বৈঠকও করবেন শাহ। সেই বৈঠকে কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ গোটা কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন । অন্যদিকে, ২ মার্চ বাংলায় আসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। তাঁর সমাবেশ হবে মালদার গাজোলে। বিজেপি সূত্রে খবর, ৭ মার্চের পরে মোদির দ্বিতীয় সফর হতে পারে উত্তরবঙ্গে।