মোদি সরকারের দ্বিতীয়পর্বের প্রথম বছর ঐতিহাসিক সাফল্যে পূর্ণ। কেন্দ্রীয় সরকারের প্রথম বর্ষপূর্তিকে এভাবেই ব্যাখ্যা করলেন বিজেপি-র শীর্ষ নেতারা। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, “সরকারের এই বছরটাকে মানুষ মনে রাখবে কঠিন ও বড় সিদ্ধান্তের জন্য। যা দেশের ভাবমূর্তি বদলে দিয়েছে।” সেই একই সুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “মোদি সরকার ৬ বছরে অনেক ঐতিহাসিক ভুল সংশোধন করেছে। এবং আত্মনির্ভরশীল ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। যা দেশের উন্নয়নের রাস্তা।”টুইটারে অমিত শাহ লেখেন, “২.০-র প্রথম বছর সফলভাবে পূরণ করায় দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হার্দিক অভিনন্দন। এই বছরটা ঐতিহাসিক সাফল্যে পূর্ণ।”