আপাতত স্থগিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বঙ্গসফর। মার্চ মাসের শেষেই রাজ্যে আসার কথা ছিল শাহের। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, আপাতত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বাংলায় আসছেন না। একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকার কারণেই তাঁর বঙ্গ সফর স্থগিত রাখা হচ্ছে। তবে, পরবর্তী তারিখের ব্যাপারেও বিজেপির তরফে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। চলতি মাসের ২৯ তারিখ রাতে রাজ্যে আসার কথা ছিল অমিত শাহের। ৩০ মার্চ রাজ্য নেতৃত্বকে নিয়ে বৈঠক করার কথা ছিল তাঁর। তবে সেই কর্মসূচি বাতিল করা হচ্ছে। ২৯ বা ৩০ মার্চ পবিত্র ইদ রয়েছে। ওই দিনগুলিতে কোনও রাজনৈতিক কর্মসূচি রাখবেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। এপ্রিল মাস নাগাদ অমিত শাহের নতুন সফর সূচি জানানো হতে পারে বলে বিজেপি সূত্রে খবর। গত ১৬ মার্চ বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকেও অমিত শাহের বঙ্গ সফরের প্রস্তুতি নিয়ে একপ্রস্থ আলোচনা হয়। ইতিমধ্যে রাজ্য বিজেপির একাধিক সাংগঠনিক জেলা সভাপতি বদল করা হয়েছে। নতুন রাজ্য সভাপতি কে হবেন, তা নিয়েও নানা জল্পনা চলছে। তার মধ্যে অমিত শাহের বঙ্গসফর যথেষ্ট ইঙ্গিতপূর্ণ ছিল।
