আমরুল্লাহ সালেহ নিজেকে আফগানিস্তানের ‘কেয়ার টেকার’ প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেন নিজেকে। নিজের টুইটার হ্যান্ডেলে আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট নিজেকে যুদ্ধবিধ্বস্ত দেশের ‘কেয়ার টেকার’ প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। তিনি লিখেছেন, “প্রেসিডেন্টের অনুপস্থিতি, পালানো, পদত্যাগ বা মৃত্যুতে আফগানিস্তানের সংবিধান অনুযায়ী, দেশের তত্ত্বাবধায়কই রাষ্ট্রপতি হয়। রবিবার তালিবান কাবুল দখল করার পরেই অন্তরালে চলে যান সালেহ। তিনি ট্যুইট করেন, ‘যে লক্ষ লক্ষ মানুষ আমার কথা শুনছেন, তাঁদের আমি হতাশ করব না। আমি কোনওদিন তালিবানের সঙ্গে এক ছাদের তলায় থাকব না।’ এরপর সোমবার সালেহ ট্যুইট করেন, ‘আমার মাটিতে মানুষের সঙ্গে থাকব। তার একটি কারণ ও উদ্দেশ্য রয়েছে। ধর্মের উপর আমার বিশ্বাস রয়েছে। পাকিস্তানের মদতপুষ্ট আগ্রাসন এবং বর্বর একনায়তন্ত্রের বিরোধিতা করছি।’