দেশ

৩০০ কর্মীর সংস্থা সরকারের অনুমতি ছাড়াই কর্মীদের ছাঁটতে পারবে, বিরোধীহীন রাজ্যসভায় শ্রমবিল পাশ

আজ সংসদে পাশ হয়ে গেল তিনটি শ্রম সংস্কার বিল ৷ এই শ্রম সংস্কার বিল পাশের ফলে,  সর্বোচ্চ ৩০০ জন  শ্রমিক কোনও সংস্থায় থাকলে, সরকারের অনুমতি ছাড়াই সংশ্লিষ্ট সংস্থা কর্মী ছাঁটাই করতে পারবে৷ কোম্পানি গুটিয়ে দেওয়ার ক্ষেত্রেও কোনও বাধা থাকবে না৷ রাজ্যসভার ৮ সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে রাজ্যসভা অধিবেশন এ দিন বয়কট করে কংগ্রেস ও বামেরা৷ ধ্বনি ভোটে রাজ্যসভায় পাশ হয়ে যায় শিল্পে শ্রমিক-মালিক সম্পর্ক বিধি, সামাজিক সুরক্ষা বিধি এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চয়তা বিধি৷ শ্রম আইনে সংস্কারের লক্ষ্যে ৪৪টি কেন্দ্রীয় শ্রম আইনের মধ্যে ১৫টিকে বর্তমান সময়ের জন্য অপ্রাসঙ্গিক বলে বাতিল করে কেন্দ্র। বাকি ২৯টিকে নিয়ে আসা হয়েছে চারটি শ্রম বিধিতে। এর মধ্যে লোকসভা ও রাজ্যসভায় মজুরিবিধি পাশ হয়েছে গত বছরেই। মঙ্গলবার লোকসভায় আলোচনা ছিল বাকি তিনটির (শিল্পে শ্রমিক-মালিক সম্পর্ক বিধি, সামাজিক সুরক্ষা বিধি এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চয়তা বিধি) বিষয়ে। প্রায় বিরোধী শূন্য লোকসভায় পাশ হয়ে যায় ৩টি শ্রম সংস্কার বিল৷ আজ রাজ্যসভাতেও প্রায় বিরোধী শূন্য ভাবেই পাশ হয়ে গেল৷তিনটি শ্রম সংস্কার বিল সম্পর্কে কেন্দ্রীয় শ্রম মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার বলেন, ‘ব্যবসার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে এই নয়া শ্রম আইন সংস্কার সিস্টেমকে আরও স্বচ্ছ করবে৷’