জেলা

টানা বৃষ্টিতে জলমগ্ন অণ্ডাল কাজী নজরুল বিমানবন্দর, বাতিল একাধিক উড়ান

টানা বৃষ্টির জেরে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দরের মধ্যে জল। বিমানবন্দরে যাওয়ার রাস্তাতেও জল জমে বেহাল পরিস্থিতি। যে কারণে এদিনের জন্য সব বিমান বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গাড়ির চালকরা জানিয়েছে, জাতীয় সড়ক থেকে বিমানবন্দরে যাওয়ার রাস্তায় জল জমে রয়েছে, ফলে গাড়ি চলাচলেও অসুবিধা হচ্ছে। দুর্ভোগে পড়া যাত্রীদের অভিযোগ, দেশে অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর হয়ে ওঠার পরেও অন্ডাল বিমানবন্দরে যাওয়ার রাস্তায় অনেক সময়ই জল থাকে। অন্ডাল বিমানবন্দর থেকে মুম্বই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাইয়ের বিমান ছাড়ে। এছাড়াও ওই বিমানবন্দর থেকে বাগডোগরা ও গুয়াহাটির বিমানও চলাচল করে। ফলে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর এখন দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলের মানুষ-সহ পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে গুরুত্বপূর্ণ বিমানবন্দর। যদিও সেখানে সুপরিকল্পিত নিকাশি ব্যবস্তা নেই বলে অভিযোগ যাত্রীদের। এদিকে, গত ২৪ ঘন্টা টানা বৃষ্টিতে জলমগ্ন আসানসোল এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড। আসানসোল পুরসভার রেলপার ওকে রোড এলাকায় টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। গারুই নদীর জল উপচে পড়ে ওকে রোড এলাকায় অসংখ্য বাড়িতে জল ঢুকে গেছে বলে স্থানীয়দের অভিযোগ।