সমন জারি করা হল বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি৷ অভিনেত্রীর গোটা পরিবারকে সমন পাঠিয়েছে আদালত ৷ সেই তালিকায় নাম রয়েছে শিল্পার বোন শমিতা শেট্টি ও তাঁদের মা সুনন্দা শেট্টিরও ৷ আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালত থেকে এই সমন জাড়ি করা হয়েছে৷ ২১ লাখ টাকার ঋণ না-মেটানোর অভিযোগে তাঁদের সমন পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ৷ শিল্পা ও তাঁর পরিবার ২১ লাখ টাকার ঋণ শোধ করেননি, জুহু থানায় এমনই অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী পারহাদ আম্রা ৷ সেই অভিযোগের ভিত্তিতে আগামী ২৮ ফেব্রুয়ারি শিল্পা ও তাঁর মা-বোনকে হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত ৷ অভিযোগে বলা হয়েছে, ঋণটি নিয়েছিলেন শিল্পার বাবা সুরেন্দ্র শেট্টি ৷ অটোমোবাইল এজেন্সির মালিক আম্রার অভিযোগ, ২০১৫ সালে তাঁর কাছ থেকে ঋণ নিয়েছিলেন শিল্পার বাবা ৷ ২০১৭ সালের জানুয়ারি মাসের মধ্যে তা শোধ করার কথা ছিল ৷ তবে সেই টাকা আর শোধ করা হয়নি ৷ এখন শিল্পা, শমিতা ও তাঁদের মা সেই ঋণ শোধ করতে অস্বীকার করছেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী ৷