তোলাবাজি ও অর্থপাচারের অভিযোগে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাত একটা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ইডি আধিকারিকরা। আজ তাঁকে আদালতে পেশ করা হয়। এরপর ১২ ঘণ্টার ম্যারাথন জেরা করা হয় অনিল দেশমুখকে। ৬ নভেম্বর পর্যন্ত তাঁকে ইডি হেফাজতেই থাকতে হবে বলে খবর। আজ তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক পি বি যাদব এনসিপি নেতা অনিল দেশমুখকে ৯ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন। সোমবারই এক ভিডিয়ো পোস্ট করে ৭১ বছর বয়সী প্রবীণ এনসিপি নেতা অনিল দেশমুখ দাবি করেন, “আমাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভুয়ো।” এরই মধ্যে সোমবার ম্যারাথন জেরা করা হয় তাঁকে। এরপরই জবাব সন্তোষজনক না হওয়ায় অনিলকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় ইডি।