দেশ

কৃষকদের দাবি আদায়ে ফের অনশনে বসার হুঁশিয়ারি দিলেন আন্না হাজারে

কৃষকদের দাবি আদায়ে ফের অনশনে বসার বার্তা দিলেন সমাজকর্মী আন্না হাজারে। জানুয়ারির শেষে দিল্লিতে অনশনে বসতে চলেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে একথা জানিয়েছেন ৮৩ বছর বয়সি সমাজকর্মী। বৃহস্পতিবার ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করার দাবিতেও সরব হয়েছেন আন্না। তিনি লিখেছেন, কৃষকদের সমস্যা নিয়ে আমি কেন্দ্রীয় সরকারকে পাঁচবার চিঠি লিখেছি। উত্তর আসেনি। তাই এবার ‘জীবনের শেষ অনশনে’ বসব। তাঁর অভিযোগ, দিল্লির রামলীলা ময়দানে এই কর্মসূচি আয়োজনের অনুমতি পেতে চারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি লিখলেও জবাব মেলেনি। তবে অনুমতি না মিললেও পিছু না হটার বার্তা দিয়েছেন আন্না। শাসকদলকে খোঁচা দিয়ে তিনি আরও লিখেছেন, যে সব বিজেপি নেতারা একসময় আমরা প্রশংসা করত, তাঁরাই এখন আমার চিঠির জবাব দিচ্ছেন না।