দেশ

ফ্রান্স থেকে আরও ১৬টি রাফাল আসছে ভারতে

ফ্রান্স থেকে প্রথম দফায় পাঁচটি রাফাল ফাইটার জেট চলে এসেছে ভারতে। হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটির ১৭ নম্বর ‘গোল্ডেন অ্যারো’ স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হয়েছে পাঁচ রাফালকে। এরপরে দফায় দফায় আরও ১৬টি ওমনিরোল রাফাল ফাইটার জেট আসতে চলেছে ভারতে। এ বছর নভেম্বর থেকে আগামী বছর এপ্রিল পর্যন্ত আম্বালা বায়ুসেনা ঘাঁটির গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনে মোট ২১টি রাফাল জেট অন্তর্ভুক্ত করা হবে যার মধ্যে তিনটি পাঠানো হবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে। ৩৬টি রাফাল ফাইটার জেটের জন্য ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ৫৯ হাজার কোটি টাকার চুক্তি হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরেই। আরও ১৬টি রাফাল আসছে দেশে