ফের মা ফ্লাইওভারে ঘটল দুর্ঘটনা। সোমবার সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে মা উড়ালপুলে উল্টে গেল একটি বাইক। ঘটনায়। গুরুতর আহত অ্যাপ বাইক চালক ও আরোহী। তাদের তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, বাইকে চড়ে হাওড়ার ডোমজুড় থেকে সল্টলেকের তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরির পরীক্ষা দিতে আসছিলেন এক তরুণী। সেই সময় মা উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাইক। পুলিশ সূত্রে খবর, বাইকের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। তরুণীর হেলমেট খুলে গিয়ে উড়ালপুল থেকে নীচে ছিটকে পড়ে। গুরুতর আহত অ্যাপ বাইক চালককে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তরুণী রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বাইকের বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
