জেলা

জলপাইগুড়িতে আরও এক শিশুর মৃত্যু

জলপাইগুড়িতে অজানা জ্বরের বলি আরও এক শিশু। বুধবারই জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে মৃত্যু হল সাড়ে তিন মাসের ওই শিশুর। জানা যাচ্ছে, জ্বর নিয়ে গত দুই দিন ধরে ভুগছিল শিশুটি, এদিন প্রবল শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যায় পরিবার। হাসপাতালে নিয়ে আসার পরই মৃত্যু হয় তাঁর। এই নিয়ে জলপাইগুড়িতেই অজানা জ্বরে মৃত্য়ু হল তিন শিশুর, রাজ্য়ে মৃতের সংখ্যা বেড়ে হল চার। বুধবার মৃত্য়ু হওয়া শিশুটির নাম কৃপায়ন রায়, বাড়ি জলপাইগুড়ির আমগুড়ি এলাকায়। 

অপরদিকে জলপাইগুড়ি সদর হাসপাতালে এই মুহুর্তে মোট ৮৮ জন শিশু ভর্তি রয়েছে। জলপাইগুড়ির পাশাপাশি শিলিগুড়ি এবং কোচবিহারের শিশুদের মধ্যেও বাড়ছে অজানা জ্বরের প্রকোপ। বেশিরভাগ শিশুই চিকিত্‍সাধীন শিলিগুড়ি মহকুমা হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সোমবার রাতে মেখলিগঞ্জের বাসিন্দা এক শিশুর মৃত্যু হয়েছিল। তার আগে জলপাইগুড়িতে আরও দুই শিশুর মৃত্যু হয়েছিল জলপাইগুড়ি জেলায়। সব মিলিয়ে রাজ্য়ে অজানা জ্বরে মৃত্য়ু হল ৪ শিশুর। জানা যাচ্ছে, অধিকাংশ জ্বরে আক্রান্ত শিশুর করোনা রিপোর্ট নেগেটিভ। এই অজানা জ্বর নিয়ে উদ্বিগ্ন রাজ্য়ের স্বাস্থ্য কর্তারা। একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ইতিমধ্য়েই উত্তরবঙ্গে পাঠানো হয়েছে।