জেলা

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে আদালতে তুলল সিবিআই

 গরু পাচার কাণ্ডে শুক্রবার আসানসোলে সিবিআই আদালতে পেশ করা হল অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। এদিন সকালেই নিজাম প্যালেস থেকে সায়গলকে নিয়ে যাওয়া হয় আসানসোলের উদ্দেশে। এরপর তাঁকে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়। বৃহস্পতিবার সায়গল হোসেনকে সিবিআই তলব করে। দুপুরে নিজাম প্যালেসে ডেকে ম্যারাথন জেরা করা হয় তাঁকে। জেরার সময় অনুব্রতর দেহরক্ষীর বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ার কারণে তাঁকে গ্রেফতার করে সিবিআই।