কলকাতা

পঞ্চায়েতের হিংসায় নিয়ে অপর্ণা সেনের খোলা চিঠি মুখ্যমন্ত্রীকে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি পাঠাচ্ছেন অপর্ণা সেন। পঞ্চায়েত ভোট ঘিরে লাগাতার অশান্তি ও হিংসার অভিযোগের মধ্যেই অপর্ণা সেনের এই পদক্ষেপ। বলছেন, ‘এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না। আমার মন ভেঙে গিয়েছে। আমি অনেকভাবে প্রতিবাদ করেছি, চেষ্টা করেছি অন্যায়ের প্রতিবাদ করতে।’ অপর্ণা সেনের কথায়, তিনি শুধু মানুষের সঙ্গে থাকতে চান। তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তাঁর কোনও রঙ নেই। সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোট ঘিরে যে ধরনের অশান্তি ও হিংসার অভিযোগ উঠেছে, যেভাবে রক্ত ঝরেছে, তা দেখে মর্মাহত অপর্ণা সেন। আর এই মৃত্যুর দায় মুখ্যমন্ত্রী অস্বীকার করতে পারেন না বলেই মনে করছেন তিনি। অপর্ণা সেনের কথায়, ‘তিন বছর ধরে এই অত্যাচার চলছে। নির্বাচনী অত্যাচার, নির্বাচনের আগের অত্যাচার, নির্বাচনের পরের অত্যাচার। পঞ্চায়েত ভোটেও এভাবে মানুষের উপর অত্যাচার হবে!   হতাশার সুরে অপর্ণা সেন বলছেন, ‘খুব ভাল লাগে যে আর বেশিদিন বাঁচতে হবে না। গণতন্ত্র আর অবশিষ্ট নেই। সব শেষ। মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছি। আপনারা সই করুন।’