রাজধানীর রাজপথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে কেন নেতাজি ট্যাবলো বাতিল করা হল ? এই মর্মে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। নেতাজি সুভাষচন্দ্র বসুর ট্যাবলো বাতিল করা মানে শুধু তাঁকে অপমান করা নয়, এটা সারা বাংলার অপমান বলে উল্লেখ করেছেন মামলাকারী । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণ করেছে ৷ সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে । সাধারণতন্ত্র দিবসের প্যারেডে রাজ্য সরকার এ বছর নেতাজির ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ট্যাবলো
দেওয়ার প্রস্তাব করেছিল । কিন্তু কেন্দ্র সরকারের তরফে রাজ্যের ওই ট্যাবলো বাতিল করার কথা জানানো হয় । কেন্দ্রের তরফে ইতিমধ্যেই রাজ্যকে চিঠি দিয়ে জানানো হয়েছে দেশের ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে মাত্র ১২টি ট্যাবলোর অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার । সেই কারণেই প্রজাতন্ত্র দিবসের প্যারেডে রাজ্যের ট্যাবলো বাদ পড়েছে । কিন্তু ইতিমধ্যেই বাংলার আবেগে আঘাত করা হয়েছে এই দাবি করে রাজনৈতিক চাপানউতোর এখনও অব্যাহত রয়েছে । প্রসঙ্গত, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আবেদন করেছিলেন যাতে, পশ্চিমবঙ্গের প্রস্তাবিত নেতাজি ট্যাবলো এবারের প্রজাতন্ত্র দিসবে দিল্লির রাজপথে প্রদর্শিত হয়। তবে তাতেও সুরাহা হয়নি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেই ট্যাবলো বাদ দেওয়ার বিষয়টি রাজ্য সরকারকে জানানো হলেও, কী কারণে ট্যাবলো বাদ পড়ল, সে বিষয়ে কোনও সদুত্তর মেলেনি। এ নিয়ে দীর্ঘ কেন্দ্র-রাজ্য টানাপড়েনের মধ্যেই এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল।