কলকাতা

ইএম বাইপাসে দুর্ঘটনার কবলে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুলের ছেলের গাড়ি

বাড়ি ফেরার পথে ইএম বাইপাসে দুর্ঘটনার কবলে পড়লেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ডিভাইডার ভেঙে উল্টোদিকের লেনে ঢুকে একটি গাড়িকে ধাক্কা দেন। দু’টি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ জখম হননি। পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হাকিমুলই একটি সাদা রঙের টয়োটা ফরচুনার চালিয়ে সায়েন্স সিটির দিক থেকে ভাঙড়ের উদ্দেশে চিংড়িঘাটার দিকে যাচ্ছিলেন। পাশের সিটে ছিলেন তাঁর এক বন্ধু। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ চিংড়িঘাটার দিকে যাচ্ছিলেন হাকিবুল ইসলাম। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।মেট্রোপলিটন এলাকা পেরনোর সময় আচমকাই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন হাকিবুল। বাইপাসের গার্ডরেল টপকে অন্য লেনে চলে যায় গাড়িটি। সজোরে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা অন্য আরেকটি চারচাকার গাড়িকে। সেই গাড়িটিও অত্যন্ত বেপরোয়া গতিতে ছিল বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরই বাইপাসের ওই অংশে সাময়িক যানজট পরিস্থিতি তৈরি হলেও ট্রাফিক পুলিস দ্রুত নিয়ন্ত্রণে আনে। পরে হাকিমুলকে প্রগতি ময়দান থানায় নিয়ে যাওয়া হয়।